মিথ্যাচার সহ্য করতে পারেন না?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মিথ্যাচার সহ্য করতে পারেন না?

নিজস্ব সংবাদদাতাঃ জীবনে সত্যের সঙ্গে পথ চলার মতো বীরত্ব হয়তো আর কিছুতে নেই। মিথ্যাচার, কপটতা বা ছলনার মতো কাজ হয়তো খুব সহজ, কিন্তু সুন্দর সরল ভাবে পথ চলা একটু কঠিন। অনেকেই এমন রয়েছেন যাঁরা, সারা জীবন খুব সহজ সরল ভাবে কাটিয়ে দেন, আবার এমনও কিছু মানুষ রয়েছেন যাঁরা না চাইতেও কোনও না কোনও ভাবে ছলনার সাহায্য নিয়েই ফেলেন। অন্যের সঙ্গে ছলনা বা বিশ্বাসঘাতকতা খুবই নিন্দনীয় কাজ।




 জন্মছকের কোন অবস্থানের ফলে জাতক অকপট হন:

• চতুর্থে শুভ গ্রহ থাকা চাই, চতুর্থ স্থানে গ্রহ উচ্চস্থ, স্বক্ষেত্রস্থ বা মিত্রক্ষেত্রস্থ হতে হবে। তবে এই যোগ সূচিত হয়।

• যদি লগ্নপতি শুভ গ্রহের সঙ্গে বা শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় এবং চতুর্থ স্থানে অবস্থান করে, তবে এই যোগ সূচিত হয়।