নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শনিবার এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 'বেসামরিক নিরাপত্তা খাতে অতিরিক্ত ১০০ মিলিয়ন ডলার' সহায়তা করতে চায়। বিবৃতিতে বলা হয়, "ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধি, বেসামরিক আইন প্রয়োগকারী কার্যক্রম বজায় রাখা এবং প্রেসিডেন্ট পুতিনের পূর্বপরিকল্পিত, বিনা প্ররোচনায় ও অযৌক্তিক হামলার মুখে গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষনাবেক্ষনের লক্ষ্যে এই অর্থ প্রদান করা হয়েছে।