New Update
/anm-bengali/media/post_banners/H3pNSfo5eGgGaLxe6T50.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের চেরনিহিভ শহরের মেয়র বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে জনসংখ্যা অর্ধেকেরও বেশি হয়ে গেছে। শনিবার মেয়র ভ্লাদিস্লাভ অ্যাট্রোশেঙ্কো বলেন, "১,২০,০০০ থেকে ১,৩০,০০০ বাসিন্দা শহরটিতে বসবাস করছে যা রাশিয়ার আগ্রাসনের আগে প্রায় ২,৯০,০০০ ছিল।" অ্যাট্রোশেঙ্কো বলেন, 'রুশ বাহিনী চেরনিহিভের দক্ষিণাঞ্চলীয় একটি মহাসড়কের সঙ্গে কিয়েভের সংযোগকারী একমাত্র সেতুটি ধ্বংস করে দিয়েছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us