মমতাকে আকাশরানি বললেন শুভেন্দু

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মমতাকে আকাশরানি বললেন শুভেন্দু


নিজস্ব সংবাদদাতাঃ
বগটুই-এর গণহত্যা নিয়ে এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নাম এখন আকাশরানি। খুনের পর কপ্টারে করে রামপুরহাটে আসেন মমতা। কেস সাজাতে কীভাবে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই রামপুরহাটের ঘটনাতেই শেষ হবে তৃণমূল। মুখ্যমন্ত্রী এসে টাকা বিলি করেছেন। মারল তৃণমূল, মরল তৃণমূল, জেলেও গেল তৃণমূল। এরকমই রাজনীতি করে তৃণমূল।