New Update
/anm-bengali/media/post_banners/a7r3LpgLKnOnqLa1Wv6u.jpg)
নিজস্ব সংবাদদাতা : মাঠে পড়ে রয়েছে একটি বেলুন। আর তাতে লেখা রয়েছে 'আই লাভ পাকিস্তান'। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে পাঞ্জাবে। জলন্ধরের আদমপুরের খুর্দপুর গ্রামের মাঠে বেলুনটি পাওয়া গিয়েছে। এ প্রসঙ্গে এসএইচও হরজিন্দর সিং জানান, 'আমরা এর উৎস যাচাই করছি এবং বিষয়টি তদন্ত করছি; প্রথম দৃষ্টিতে কারও দুষ্টুমির মতো মনে হচ্ছে কারণ এটি পাকিস্তান থেকে উড়ে আসা অসম্ভব।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us