New Update
/anm-bengali/media/post_banners/r0oysfBUu0i6G0t4uigi.jpg)
নিজস্ব প্রতিনিধি - রাইজ, রোর, রিভোল্ট তথা আরআরআর (RRR) ছবিটি নিয়ে ভক্তদের মাঝখানে রয়েছে বিশাল প্রত্যাশা। অবশেষে এস এস রাজামৌলির ছবিটি মুক্তির পর থেকেই বক্সঅফিসে সাড়া ফেলে দিয়েছে। তার মাঝেই এক প্রযুক্তিগত সমস্যার জন্য আরআরআর এর প্রদর্শন বন্ধ হয়ে যায়। আর তা নিয়েই ঘটে বিপত্তি, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এই নিয়ে দর্শকরা উত্তেজিত হয়ে যায় এবং ভাঙচুর চালায় সেই হলে, সাথে ভেঙে দেয় দরজা জানলা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us