সঞ্জুকে ঘিরে বিতর্ক নেট পাড়ায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সঞ্জুকে ঘিরে বিতর্ক নেট পাড়ায়


নিজস্ব সংবাদদাতাঃ সদ্য রাজস্থান রয়্যালসের ক্রিকেটার সঞ্জু স্যামসন-কে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সঞ্জুর একটি বাসে বসে থাকা ছবিকে নিয়ে হাস্য কৌতুক হিসাবে উপস্থাপিত করে রাজস্থান রয়্যালসের নেটমাধ্যম নিয়ন্ত্রণকারী দল। কিন্তু সঞ্জু সেই ছবি দেখে ক্ষুব্ধ হওয়ায় সঙ্গে সঙ্গে সেই দলকে সরিয়ে দিয়ে নতুন দলকে আনা হয়েছে। সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেট পাড়ায়। বহু নেট নাগরিকরা মনে করছেন, সঞ্জুর মজাকে মজার মতো করে নেওয়া উচিৎ ছিল। নাহলে এত জনের চাকরি যেত না।