New Update
/anm-bengali/media/post_banners/FTK084huBCBhqyQjz5go.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই শুরু হতে চলেছে জনপ্রিয় খেলা আইপিএল। কিন্তু তার আগেই রাজস্থান রয়্যালসে রাগের আঁচ পাওয়া গেল। সঞ্জু স্যামসন-এর বাসে বসে থাকা একটি ছবিকে হাস্য কৌতুক রূপে উপস্থাপিত করা হয় রাজস্থানের পেজ থেকে। সঞ্জু সেই ছবিতে কমেন্ট করে জানান, "বন্ধুরা এই কাজ করলে ঠিক আছে। কিন্তু দলকে আরও পেশাদার হতে হয়।" এই ঘটনার পরে নেট মাধ্যমের দায়িত্বে থাকা দলকে সরিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। নিয়োগ করা হয়েছে নতুন দলকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us