ডেউচা পাচামি প্রকল্প বিরোধী সংহতি দিবস ‌

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডেউচা পাচামি প্রকল্প বিরোধী সংহতি দিবস ‌

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল - বীরভূমে প্রস্তাবিত ডেউচা পাচামি কয়লা খনির বিরুদ্ধে আন্দোলনরত বাসিন্দাদের সমর্থনে সংহতি দিবস পালন কর্মসূচি হলো উখরায়। শুক্রবার সন্ধ্যায় উখড়া স্কুল মোড়ে কর্মসূচিটি হয় এআইসিসিটিইউ সংগঠনের উদ্যোগে। উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে সোমনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা । প্রকল্পটি বাতিলের সমর্থনে জনমত গড়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে এলাকায় হ্যান্ডবিল ও বিতরণ করা হয়। সোমনাথ চট্টোপাধ্যায় জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় মানুষের বসবাস ও তাদের জীবন-জীবিকা চরম ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি নষ্ট হবে প্রাকৃতিক ভারসাম্য। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষ উচ্ছেদ হবে তাদের ভিটেমাটি থেকে। তাই প্রস্তাবিত প্রকল্পটি বাতিলের দাবিতে স্থানীয় মানুষ সোচ্চার হয়েছেন । তাদের সমর্থনে এদিন সংহতি দিবস কর্মসূচি পালন করা হয় বলে জানান সোমনাথ বাবু।