'বিরাট' মিলনে ব্যাঙ্গালোর-চেন্নাই

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'বিরাট' মিলনে ব্যাঙ্গালোর-চেন্নাই


নিজস্ব সংবাদদাতাঃ একজন আগের বছর অধিনায়কত্ব ত্যাগ দিয়েছেন আর একজন এই বছরে অধিনায়কত্ব ছাড়লেন। এবারে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ক্রিকেট চর্চা করতে গিয়ে মুখোমুখি দেখা হয় বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির। কোহলি নিজে থেকেই দেখা করতে এগিয়ে আসে ধোনির দিকে। প্রথমে হাত মেলান তাঁরা। তারপর একে অপরকে জড়িয়ে ধরেন। বেশ অনেকক্ষণ তাঁরা একে অপরকে জড়িয়ে ছিলেন।