New Update
/anm-bengali/media/post_banners/O1Rgf22KC9KoUnrcvL5s.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। তার কিছুক্ষণ পর থেকেই শুরু হতে চলেছে আইপিএল। তবে প্রথম খেলাতেই কেকেআর-এর দলের হয়ে মাঠে নামতে পারবে না টিম সাউদি। প্রথম পাঁচ ম্যাচে থাকবে না প্যাট কামিন্সও। দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, সদ্য দলে যোগদান করার জন্য তিনি নিভৃতবাসে রয়েছেন। তারওপর তার এখন চর্চাও নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us