New Update
/anm-bengali/media/post_banners/6Ri83jHafpZFH8GQtYI4.jpg)
নিজস্ব প্রতিনিধি -ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খুশি শাহের (গুজরাটি )ছবি 'নাইকা দেবী'র টিজার । প্রধান অভিনেত্রীর শক্তিশালী সংলাপ থেকে শুরু করে অ্যাকশন সিকোয়েন্স এবং চাঙ্কি পান্ডের ভিলেন অবতার, ঐতিহাসিক ছবিটি প্রতিশ্রুতিশীল বলে মনে হচ্ছে।ছবিটিতে অভিনয় করেছেন রাহুল দেব, মনোজ যোশি, বিন্দা রাওয়াল, জয়েশ মোরে, চেতন দাহিয়া, মমতা সোনিয়া, চিরাগ জানি প্রমুখ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us