দেশব্যাপী ধর্মঘট সমর্থনে আগরতলায় সিআইটিইউ-র(CITU) মিছিল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দেশব্যাপী ধর্মঘট সমর্থনে আগরতলায় সিআইটিইউ-র(CITU) মিছিল

নিজস্ব প্রতিনিধি - আগামী ২৮ ও ২৯ শে মার্চ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে এবং ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আজ এই ধর্মঘট সমর্থনে সিআইটিইউ-র(CITU) তরফে আগরতলা শহরে এক মিছিল বের হয়। বহু সংখ্যক মহিলা এবং পুরুষ দলে দলে যোগ দেন এই মিছিলে।