New Update
/anm-bengali/media/post_banners/1LbTKFss6VnJEtoAgiwD.jpg)
হরি ঘোষ, অন্ডালঃ আসন্ন আসানসোল লোকসভা উপনির্বাচনের ঘন্টা বেজে উঠতেই অন্ডাল থানার স্পর্শকাতর এলাকায় বৃহস্পতিবার রুট মার্চ শুরু করে অন্ডাল থানার পুলিশ। অন্ডালের রয়েলটি মোড়, রামপ্রসাদপুর, দক্ষিণখন্ড ও ময়রা এলাকা সহ একাধিক এলাকায় চলে পুলিশি রুট মার্চ। এলাকাবাসী নির্ভয়ে যাতে ভোট দিতে পারেন তার জন্য পুলিশ এলাকায় রুট মার্চ চালায়। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে আত্মবিশ্বাস জোগাতে পুলিশের এই পদক্ষেপ নির্বাচনের আগে। নির্বাচনে এলাকায় যাতে কোনও রকমের অশান্তি না হয় সেই বিষয়ে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে চলছে নাকা চেকিং অন্ডালের বিডিও অফিসের সামনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us