চাকরি না হওয়ায় অভিনব প্রতিবাদ প্রৌঢ়ার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চাকরি না হওয়ায় অভিনব প্রতিবাদ প্রৌঢ়ার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়াঃ স্বামীর মৃত্যুর পর সংসার চালানো দুস্কর হয়ে পড়েছে। নেই অন্য কোনও আয়। জমি যা ছিল ১৪ বছর আগে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে অধিগ্রহন করে নিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। এই অবস্থায় প্রতিবন্ধী মেয়েকে ডিভিসির তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার অনুরোধ আগেই জানিয়েছিলেন স্থানীয় নাড়াগড়িয়া গ্রামের বাবলি সিনহা। চাকরি না হওয়াতে করলেন অভিনব প্রতিবাদ। মেয়ে আঁখি সিনহাকে নিয়ে বিদ্যুৎ কেন্দ্রের মূল গেটের সামনে শুয়ে পড়েছিলেন ওই প্রৌঢ়া। বেশ কিছুক্ষন মাটিতে শুয়ে থাকার পর সি আই এস এফের জওয়ানরা তাকে নিয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট হেড তরুন কুমারের কাছে। পরে ওই প্রৌঢ়াকে তিনি জানান সাতদিনের মধ্যে চাকরির ব্যবস্থা করবেন।