নিজস্ব সংবাদদাতাঃ বেআইনি অস্ত্র উদ্ধারে রাজ্য জুড়ে অভিযানের নির্দেশ। ১০দিন ধরে বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে অভিযান। সব জেলার এসপি, সিপিদের নির্দেশ ডিজির নির্দেশ। দাগি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ ডিজির। হেড কোয়ার্টারকে না জানিয়ে ছুটিতে না যেতে নির্দেশ। ছুটি নিয়ে সিনিয়র পুলিশ অফিসারদের নির্দেশ নবান্নের।