New Update
/anm-bengali/media/post_banners/FJ5bBe6jKWXK2JRMFPxR.jpg)
নিজস্ব প্রতিনিধি -কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও জনদংগঠন সমূহের ডাকে ১৩ দফা দাবির লক্ষ্যে, আগামী ২৮ ও ২৯ মার্চ দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ত্রিপুরার সোনামুড়ায় হয় বামেদের এক মিছিল। সেই মিছিলে ধর্মঘটের প্রতি সমর্থনের জন্য ডাক দেওয়া হয়।এবং 'মানুষ বাঁচাও দেশ বাঁচাও ' এই স্লোগান তোলা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us