New Update
/anm-bengali/media/post_banners/QfklYL8EV2tyye2lWVJW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের ইজিয়াম শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে, রাষ্ট্রীয় গণমাধ্যম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। তবে ইউক্রেন কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনির উপদেষ্টা লুডমাইলা দোলহোনভস্কার সাথে ইউক্রেন এই দাবি অস্বীকার করে বলেছে যে ইজিয়ামের জন্য যুদ্ধ এখনও চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us