/anm-bengali/media/post_banners/swvfoyfEdWsNFBjB3Ni5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত সিভিক ভলেন্টিয়ারের মাথায়। ব্যাংক লুঠ ও ছিনতাইয়ের বাধা দেওয়ার কারণে ওই সিভিক পুলিশকে খুনের চেষ্টা করা হয়েছে বলে খবর। ঘটনায় আহত সিভিক পুলিশ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মালদার কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকার ঘটনা। জখম পুলিশের নাম শহিদুর রহমান(৩০)। শহিদুরের কথা অনুযায়ী, ডিউটি করার সময় সে দেখতে পায় একদল দুষ্কৃতী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লুঠ ও ছিনতাইয়ের চেষ্টা করছে। সেই সময় তাদেরকে বাধা দিতে যায় ওই সিভিক পুলিশ। তখনই মারধর করা হয় আগ্নেয়াস্ত্র দিয়ে। সঙ্গে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয় তাকে। ওই সিভিক পুলিশ বলেন, “আমি একাই তখন ডিউটি করছিলাম। হঠাৎ দেখি কয়েকজন দুষ্কৃতী এসে ব্যাংক লুঠ করার চেষ্টা করে। সেই সময় আমি তাদের বাধা দিই। আটকানোর চেষ্টা করি। তারপর আমার মাথায় আগ্নেয়াস্ত্র দিয়ে লাগাতার আঘাত করতে শুরু করে দুষ্কৃতীরা। এরপর আমি চিৎকার করতেই এলাকাবাসী ছুটে আসে। অনেক মানুষজনকে দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us