New Update
/anm-bengali/media/post_banners/Z1pmSjVqaDC4n12MuWed.jpg)
নিজস্ব প্রতিনিধি - নিজের আনোয়ার শাহ রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবারও যথারীতি শুটিং করছিলেন অভিনেতা। হঠাৎ অসুস্থ বোধ করায় শুটিং সেট থেকে বাড়ি ফিরে যান অভিনেতা। তারপর রাতেই ঘটে এই ঘটনা। তাঁর প্রয়াণে টলিপাড়ায় শোকের ছায়া বইছে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই খবর পেয়েছেন সকালে, তারপর তিনি বিশ্বাস করতে পারেননি খবরটা সত্যি কিনা। তিনি বলেন, 'অভিষেক চট্টোপাধ্যায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন অন্যতম অভিনেতা বাংলা ছবিতে তাঁর অনেক অনেক কন্ট্রিবিউশন রয়েছে। আমাদের সকলের ওঁকে সম্মানের সঙ্গে মনে রাখা উচিত।যেখানেই থাকুক ভালো থাকুক, শান্তিতে থাকুক।' এবং অভিনেত্রী যোগ করে বলেন, 'অনেক অনেক কাজ করেছি একসঙ্গে। একজন সরল মানুষ, পরোপকারী, সেটে খুব মজা করত, আমাদের জন্য রান্না করে নিজে খাওয়ার নিয়ে আসত।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us