নিজস্ব সংবাদাদাতাঃ "ভারত ও প্রত্যেক দেশের নিজের নিজের বন্ধুত্ব, ইতিহাস আছে। সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। কিন্তু, ইউক্রেনের পুতিন যেভাবে নৃশংস যুদ্ধ শুরু করেছে, তার বিপদ বোঝার প্রয়োজন আছে।" রাশিয়ান রিজোলিউনশন নিয়ে রাষ্ট্রসংঘে ভোটাভুটিতে ভারতের বিরত থাকা নিয়ে প্রতিক্রিয়া ভারতে জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডার।