New Update
/anm-bengali/media/post_banners/Q0uru1ynoOI2HLXTziA8.jpg)
নিজস্ব প্রতিনিধি -হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলে জানা যাচ্ছে ৫৭ বছর বয়সী টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিউড জগতে। শোক প্রকাশ করেছেন অভিনেতা অঙ্কুশ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অঙ্কুশ লেখেন, 'তোমার মত মানুষ খুব কম দেখেছি তোমার মতো অভিনেতা খুব কম দেখেছি। কালিম্পং এ কাটানো সেই মজার মুহূর্ত তোমার সাথে আজও মনে পড়ে..... খুব খুব খুব মিস করবো তোমাকে অভিষেক দা... সেই আদরগুলো খুব মিস করবো.... যেখানেই থাকো ভালো থেকো। "
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us