New Update
/anm-bengali/media/post_banners/Z13F2i7rzdGvOjMeXely.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র তারপরেই শুরু হতে চলেছে জনপ্রিয় আইপিএল। এবারে আইপিএল-এর আগেনতুন জার্সি প্রকাশ করলো চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস নিজেদের অফিসিয়াল ট্যুইটার থেকে নতুন জার্সির নবরূপ প্রকাশ করে। এইবারে সিএসকে নতুন একটি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। সেই সংস্থার লোগোও দেখা যাবে জার্সিতে। আলাদা করে বিশেষ কোনও পরিবর্তন আসেনি জার্সিতে। কোথাও হলুদের ছটা বেড়েছে, আবার কাঁধের কাছে এসেছে সবুজের ছোঁয়াও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us