দিগবিজয় মাহালি,ডেবরাঃ বীরভুমের রামপুরহাটে নারী শিশু সহ ১০-এর বেশী মানুষের নারকীয় হত্যা ও তৃণমূল সরকারের মানুষ খুনের রাজনিতীর বিরুদ্ধে বুধবার বিকেলে ডেবরাতে বিক্ষোভ মিছিল করলো বিজেপি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে ডেবরা SDPO অফিস থেকে ডেবরা বাজার পর্যন্ত এই মিছিলটি পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস,বিজেপি নেতা গোপাল রাও, তপন ধাড়া,মিঠু শীট সহ বিজেপি কর্মী সমর্থকরা।