New Update
/anm-bengali/media/post_banners/nvFh2PJRhKtkYOPGjjT9.jpg)
বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ রামপুরহাটের ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবিতে আজ বাঁকুড়ার সদর থানায় বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। আজ দুপুরে বাঁকুড়া শহরের তামলীবাঁধ ময়দান থেকে মিছিল করে বাঁকুড়া সদর থানায় যায় বিজেপি কর্মী সমর্থকরা। এরপর বাঁকুড়া সদর থানার মূল দরজা ঘেরাও করে রেখে বেশ কিছুক্ষণ বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান। বিজেপি নেতৃত্বের দাবি রামপুরহাটের গণহত্যাই প্রমাণ করে যে এরাজ্যে আইনের শাসন নেই। অবিলম্বে রামপুরহাট কান্ডে অভিযুক্তদের গ্রেফতার এবং কঠোর শাস্তির ব্যবস্থা না করা হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তাঁরা জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us