নিজস্ব সংবাদদাতা: বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বেশ কয়েকটি এলাকায় চোলাই মদের ঠেকে হানা দিল পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা। এদিন গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ও আবগারি দপ্তরে কর্মীরা সাঁকরাইল ব্লকের কেন্দুবনি, তেঁতুলডাঙ্গা, রোহিনী রগড়া এলাকায় বেশ কয়েকটি চোলাই মদের ঠেকে হানা দেয় পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা। ওই অভিযানের নেতৃত্বে ছিলেন ডি এস পি ধীমান মিত্র এবং সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ সহ অন্যান্য আধিকারিকরা। অভিযান চালিয়ে এদিন ওই এলাকাগুলি থেকে ৮০ লিটার চোলাই মদ ও ১৬০০ লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করে তা নষ্ট করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা যায়। সেই সঙ্গে বেশ কিছু হাঁড়িকুড়ি উদ্ধার করে পুলিশ ও আবগারি দফতরের কর্মীরা। তবে পুলিশ ও আবগারি দপ্তর যাওয়ার আগেই পালিয়ে যায় চোলাই মদের ব্যবসায়ীরা।যার ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে হাঁড়ি কুড়ি নষ্ট করে দিয়েছে পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি ওই এলাকার বাসিন্দারা। যদি এভাবে প্রতিদিন তল্লাশি অভিযান চালায় পুলিশ ও আবগারি দপ্তর তাহলে অবৈধ রমরমা মদের ঠেকগুলি বন্ধ হবে গ্রামবাসীরা জানান।