কিভে রাতভর গোলাগুলি, অন্তত ৪ জন আহত

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কিভে রাতভর গোলাগুলি, অন্তত ৪ জন আহত

নিজস্ব সংবাদদাতাঃ কিভে রাতভর গোলাগুলিতে অন্তত ৪ জন আহত হয়েছে। কিয়েভের নগর প্রশাসন জানিয়েছে, বুধবার কিয়েভের স্বিয়াতোশিনস্কি এবং শেভচেনকিভস্কি জেলায় একটি শপিং সেন্টার, একটি উঁচু আবাসিক ভবন এবং কিছু ব্যক্তিগত বাড়িতে রাশিয়ার গোলাগুলি আঘাত হানে।