New Update
/anm-bengali/media/post_banners/VJvMP4r2gNsToDKesw7R.jpg)
নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশে টফি খেয়ে মৃত্যু চার শিশুর। কুশিনগরের এসপি শচীন্দ্র প্যাটেলের কথায়, 'প্রাথমিকভাবে মনে হচ্ছে টফিগুলো বিষাক্ত ছিল। বাড়ির বাইরে টফিগুলি রাখা ছিল। খাদ্য নিরাপত্তা ও ফরেনসিক দল বিষয়টি তদন্ত করছে।' এই ঘটনায় গোরখপুর জোনের এডিজি অখিল কুমার জানান, 'চার শিশু টফি খায়, কিছুক্ষণ পর অসুস্থ হয়ে কুশীনগরে মারা যায়। প্রথমে এটা দুষ্টুমি বলে মনে করেছিল অভিযোগকারী। তিনি আরও বলেন, ২ বছর আগে তাদের আত্মীয়দের সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল। তদন্ত শুরু হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us