New Update
/anm-bengali/media/post_banners/bsxv7DWZDcyWqtOcJEgg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গণহত্যার পর রামপুরহাটের বকটুই গ্রামে গিয়ে হাজির হয়েছে বামেদের প্রতিনিধি দল। ইতিমধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন মহম্মদ সেলিম। অন্যদিকে রামপুরহাটে বিমান বসুর নেতৃত্বে চলছে মিছিল। যদিও তিনি বকটুইতে গেলে বাধা পান পুলিশের বলে খবর। তিনি জানান, 'পুলিশ বলেছে ঘটনাস্থলে ফরেন্সিক দল রয়েছে তাই আমাদের ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আমরা বলি আমরা শুধু বাইরে থেকে দেখব ভেতরে তো যাবো না। কিন্তু আমাদের তাও যেতে দেওয়া হয় না।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us