New Update
/anm-bengali/media/post_banners/Dj0uru302LD1TNlZjz1k.jpg)
নিজস্ব প্রতিনিধি -মহীশূর বিশ্ববিদ্যালয় কন্নড় প্রয়াত অভিনেতা পুনীত রাজকুমারকে মরণোত্তর সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে। মর্যাদাপূর্ণ পুরস্কারটি নিয়েছেন প্রয়াত অভিনেতার স্ত্রী অশ্বিনী পুনীত রাজকুমার। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট এই পুরস্কার প্রদান করেন। টুইটারে ইভেন্টের ছবি শেয়ার করেছেন অশ্বিনী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us