/anm-bengali/media/post_banners/Tssd34AKwmcoyJojjGyq.jpg)
সুদীপ ব্যানার্জী,আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের বাজারে ৫০০ গ্রাম ওজনের চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ১২০০ টাকা কিলো দরে। একটি মাছের দাম পড়ে যাচ্ছে ৬০০ টাকা। তা সত্ত্বেও ক্রেতা থেকে বিক্রেতা সকলের মধ্যেই উচ্ছ্বাস। সূত্রের পাওয়া খবর অনুযায়ী বসিরহাট থেকে চাষ করা চিংড়ি মাছ আসতে শুরু করেছে আলিপুরদুয়ারের বিভিন্ন বাজার গুলোতে। দাম একটু বেশী হলেও ক্রেতারা দাম বেশী দিয়ে এই চিংড়ি মাছ কিনতে ভীড় জমাচ্ছে বাজারে।
​
আলিপুরদুয়ারের বৌবাজারে দেখা গেল এমনই চিত্র। বেশীরভাগ ক্রেতাই বাজার শুরু করার আগেই এই চিংড়ি মাছ কিনতে ভীড় জমাচ্ছে। মাছ বিক্রেতা স্বপন দেব বলেন "ক্রেতাদের মধ্যে যথেষ্টই উৎসাহ রয়েছে। ইতিমধ্যে অনেক চিংড়ি মাছ ক্রেতারা কিনে নিয়েছেন। বসিরহাট থেকে চাষের এই চিংড়ি মাছ আসতে শুরু করেছে বাজারে।"
আরও খবরঃ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8137/ https://anmnews.in/Home/GetNewsDetails?p=8134
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us