New Update
/anm-bengali/media/post_banners/gDznMfroUGt1Tds5fu8B.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে, জামুরিয়া এবং বানপুরে দুটি কর্মী সভা করলেন প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। মঙ্গলবার আসানসোলের বানপুরের কর্মী সভায় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, ভি সিবদাসন, এবং সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় সহ একাধিক তৃণমূলের কর্মীরা। এদিন কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, ''আসানসোলে দুটি বিধানসভায় লড়াইটা কঠিন আছে। তার মধ্যে একটি আসানসোল দক্ষিন বিধানসভা।'' নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তিনি আসানসোলে থাকবেন বলে জানান। এদিন শত্রুঘ্ন সিনহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ''আমি পুরো পরিবারকে নিয়ে আসানসোলের পরিবারের সাথে জুড়ে গেছি । আমি আসানসোলের মানুষের সমস্যার কথা তুলে ধরব।'' এদিন বানপুরের এই কর্মী সভায় কর্মীদের মধ্যে প্রচুর উচ্ছাস লক্ষ করা যায় ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us