নিজস্ব সংবাদদাতাঃ রামপুরহাট ঘটনার তদন্তে এবারে সিট গঠনের নির্দেশ দিল রাজ্য। এই তদন্তকারী দলে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। পাশাপাশি রয়েছেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ এবং ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ। এই ঘটনায় ইতিমধ্যে রামপুরহাটের ওসি-কে ‘ক্লোজ’ করা হয়েছে। অপসারিত করা হয়েছে এসডিপিও-কে।