সেঞ্চুরি পেরোলো পেট্রোল, কী বলছেন আলিপুরদুয়ারের সাধারণ মানুষ

author-image
New Update
সেঞ্চুরি পেরোলো পেট্রোল, কী বলছেন আলিপুরদুয়ারের সাধারণ মানুষ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: হু হু করে বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম।সেঞ্চুরি ক্রস করেও দাম কমার নাম নেই পেট্রোল এবং ডিজেলের। সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। তেল কিনতে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। এই মুহুর্তে আলিপুরদুয়ারে পেট্রোলের দাম ১০০টাকা ১০ পয়সা এবং ডিজেলের দাম ৯৩ টাকা ১ পয়সা, অন্যদিকে পেট্রোল প্রিমিয়ামের দাম ১০৪ টাকা ২০ পয়সা। 

এই পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ির মালিকদের প্রাণ ওষ্ঠাগত। একদিকে দীর্ঘমেয়াদী লকডাউন,  তার উপর এই তেলের দাম উর্ধমূখী। স্বাভাবিক ভাবেই এই তেলের দাম বৃদ্ধির ফলে প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে। সবজি থেকে শুরু করে চাল,ডাল,তেল,নুন সবটাই বাড়ছে। মানুষের মতে, এই উর্ধমূখী পেট্রোল এবং ডিজেলের মূল্য হ্রাস না হলে আগামী দিনে সাধারণ মানুষের জীবন ধারণ কঠিন হবে।





আরও খবরঃ   https://anmnews.in/Home/GetNewsDetails?p=8137/  https://anmnews.in/Home/GetNewsDetails?p=8134
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm