নিজস্ব সংবাদদাতাঃ রাস্তা থেকে দুষ্কৃতীরা জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এক হিন্দু তরুণীকে। অপহরণকারীদের সঙ্গে বেশ কিছু ক্ষণ ধস্তাধস্তি চলে তাঁর। অপহরণে বাধা পেয়ে তরুণীকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এমনই ঘটনার সাক্ষী থাকল পাকিস্তানের সিন্ধ প্রদেশ। সূত্রের খবর, নিহত তরুণীর নাম পূজা ওড়। সিন্ধের সুকুরের রোহি এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।