নিজস্ব সংবাদদাতাঃ সাত সকালে আগুন লাগল নিউ আলিপুরের একটি রঙের গুদামে। রাসায়নিক দ্রব্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, আগুন লাগার খানিক ক্ষণের মধ্যে গুদামের একটি দেওয়াল ভেঙে পড়ে। আশপাশে বস্তি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলকর্মীরা দ্রুত আশপাশের বাড়িগুলি খালি করে দেন।