নিজের স্টান্স বদলালেন রাসেল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিজের স্টান্স বদলালেন রাসেল


নিজস্ব সংবাদদাতাঃ গতবারের আইপিএল-এর মরশুমে রাসেলের ব্যাটিং নিয়ে খুশি ছিলেন না সমর্থকরা। তাই এবারে ২৬শে মার্চ মাঠে নামার আগে একটু অন্যরকম রাসেল-কে দেখতে পাওয়া গেল। নিজের স্টান্সে অনেকটা বদল এনেছেন রাসেল। ব্যাট ধরার ভঙ্গি অনেক বদলে গিয়েছে। ব্যাট করার সময় মাটিতে একবার ব্যাট ঠুকেই দাঁড়িয়ে পড়ছেন। আগের মতো ঝুঁকে দাড়াচ্ছেন না আর রাসেল।