রামপুরহাটে বোমার আঘাতে খুন তৃণমূলের উপপ্রধান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রামপুরহাটে বোমার আঘাতে খুন তৃণমূলের উপপ্রধান

নিজস্ব সংবাদদাতাঃ ফের তৃণমূল নেতা খুন রাজ্যে। এবার তৃণমূলের উপপ্রধানকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হল বীরভূমের রামপুরহাট পুরসভা এলাকায়। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় উপপ্রধানের। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম ভাদু শেখ। তিনি রামপুরহাট ১ নম্বর ব্লকের বরিশাল গ্রামের উপপ্রধান ছিলেন। বাড়ি রামপুরহাট পুরসভার বগতুই গ্রামে। তৃণমূল নেতা হলেও একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এদিন রাত সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে বগতুই মোড়ের একটি দোকানে বসে ফোন করছিলেন ভাদু। সেই সময় তিনটি বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী দোকানের কাছে আসে। অতর্কিতে শুরু হয় বোমাবাজি। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই ভাদুকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। রাজনৈতিক শত্রুতা নাকি ব্যবসায়িক কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।