নিজস্ব সংবাদদাতাঃ ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিটের তদন্তে খুশি নন নিহতের স্ত্রী। রাজ্য পুলিশের ওপর আস্থা না রেখে ফের সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুনের ঘটনায় ৫ জন পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে। নিহত কাউন্সিলরের স্ত্রীর দাবি, মূল অভিযুক্ত ঝালদা থানার আইসি-র বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই পুলিশি তদন্তে তাঁদের আস্থা নেই বলে জানিয়েছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু।