দিল্লি থেকে দোহাগামী বিমান নামল করাচিতে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দিল্লি থেকে দোহাগামী বিমান নামল করাচিতে


নিজস্ব সংবাদদাতাঃ যাওয়ার কথা ছিল দিল্লি থেকে দোহা। তবে প্রায় ১০০ যাত্রীকে নিয়ে সেই বিমান চলে গেল পাকিস্তানের করাচি! কাতার এয়ারওয়েজের একটি উড়ানের এমন কাণ্ডে শোরগোল। যদিও বিমান সংস্থা সূত্রের খবর, প্রযুক্তিগত সমস্যার কারণে এই পথবদল।