New Update
/anm-bengali/media/post_banners/YnhwpE6f09eOB5vFQhzZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অল ইংল্যান্ড ওপেনে লক্ষ্যভেদ হল না লক্ষ্য সেনের। টুর্নামেন্টের ফাইনালে ২৮ বছর বয়সি ডেনমার্কের শাটলার ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে শুরু থেকেই পিছিয়ে ছিলেন লক্ষ্য। জার্মান ওপেনের সেমিফাইনালে লক্ষ্যর কাছে হারের বদলা নেওয়ার জন্য আজ আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন ভিক্টর। এবং শেষ মেশ রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল লক্ষ্যকে। এই টুর্নামেন্টের গত বারের রানার্স হলেন এবারের চ্যাম্পিয়ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us