New Update
/anm-bengali/media/post_banners/plQlGObDLioxhyZKpNe3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে ইমরান খান সরকারের উচ্ছেদ করার লক্ষ্যে সরব বিরোধীরা। এবার সরাসরি ইমরান খানকে পদত্যাগের নির্দেশ দিলেন জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল দলের নেতা মউলানা আব্দুল গফুর হায়দারি। তিনি পাকিস্তানে ফের নতুন করে নির্বাচন ঘোষণা করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, "পাকিস্তানের মানুষ ইমরান খান সরকারে আস্থা হারিয়েছে। তবে খুব শীঘ্রই সুসংবাদ পেতে চলেছে দেশবাসী"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us