New Update
/anm-bengali/media/post_banners/Mtec30MgMabtoPlyBtkm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার অর্থাৎ আগামীকালের মধ্যে আন্দামান নিকোবরে আছড়ে পড়তে চলেছে ভয়াবহ ঘূর্ণিঝড় অশনি। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে। তৈরি রয়েছে এনডিআরএফ বাহিনীও। এরই মাঝে হেল লাইন নম্বর চালু করা হল প্রশাসনের তরফ থেকে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন ফোরশোর সেক্টরে (পোর্ট ব্লেয়ার এবং নিকটবর্তী দ্বীপপুঞ্জের মধ্যে পরিষেবাগুলি) জাহাজগুলির নির্ধারিত যাত্রা বাতিল করেছে এবং যাত্রীদের জন্য হেল্পলাইন নম্বর 03192-245555 / 232714 এবং টোল-ফ্রি নম্বর - 1-800-345-2714 চালু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us