নিজস্ব সংবাদদাতাঃ নয়াদিল্লিতে চতুর্দশ বার্ষিক শীর্ষ বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর দফতরের দাবি, আলোচনা সফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগামী পাঁচ বছরে ৩ লক্ষ কুড়ি হাজার কোটি টাকার জাপানি বিনিয়োগ পাবে ভারত।