New Update
/anm-bengali/media/post_banners/qXvva72jdMj1xJ4vg6v8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইএসএল-এর ফাইনাল পর্বে পৌঁছে গিয়েছে কেরালা ব্লাস্টারস। ফাইনালের দ্বারে পৌঁছে কেরালার কোচ ইভান ভুকোমানোভিচ বলেন, " আগের মরশুমে যত খারাপ যা কিছু হয়েছে তা দেখে আমার মনে হয়েছে এই মরশুমে আমরা অনেক বেশী শক্তি নিয়ে ফিরে আসছি। এবারে সত্যিই তাই হলো। আমি আমার দলের জন্য খুবই খুশি। দলের ছেলেদের পারফরম্যান্সে মন ভরে গিয়েছে। আজ তোমাদের জন্যই আমরা এই জায়গায় দাঁড়িয়ে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us