লক্ষ্যভেদের মন্ত্র কোথা থেকে পান লক্ষ্য?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লক্ষ্যভেদের মন্ত্র কোথা থেকে পান লক্ষ্য?



নিজস্ব সংবাদদাতাঃ প্রকাশ পাড়ুকন অ্যাকাডেমির ছাত্র লক্ষ্য সেন। ২০২২-এর সেমিফাইনালে লি জি জিয়াকে হারিয়ে ফাইনালের খেতাবি লড়াইয়ে পৌঁছে গিয়েছেন লক্ষ্য সেন। তিনি জয়ের দ্বার প্রান্তে এসে প্রকাশ পাড়ুকন সম্বন্ধে বলেন, "আমিও যে কিছু করতে পারি, সেই মন্ত্র তো তাঁর থেকে পেয়েছি। সেটা মাথায় রেখেই খেতাবি লড়াইয়ে নামব।"