চৈত্র মাসেই বদলাতে পারে আপনার ভাগ্য!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চৈত্র মাসেই বদলাতে পারে আপনার ভাগ্য!

নিজস্ব সংবাদদাতাঃ সমস্যা ছাড়া মানুষ নেই। কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও জীবন সরল স্বাভাবিক হয়ে উঠবে। তাই ভাগ্য বদলাতে চৈত্র মাসে করন এই কাজগুলি।

কী কী কাজ—

• যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে, তা হলে একটা গ্লাস ভর্তি করে নুন নিন এবং তাতে সামান্য তুলসীতলার মাটি রেখে ঘরের যে কোনও জায়গায় রেখে দিন। গোটা চৈত্র মাস এই গ্লাসটি রেখে দিন। তার পর নুন বাইরে কোথাও ফেলে দিন।

• যদি খুবই অর্থের অভাব দেখা দেয় তা হলে একটা ছোট পাত্রে ভর্তি করে নুন এবং তাঁর ওপর একটা লবঙ্গ দিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস। তার পর সেই নুন প্রবাহিত জলে ভাসিয়ে দিন।