হাতেনাতে ধরে ৮ জন চোরকে গণধোলাই

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাতেনাতে ধরে ৮ জন চোরকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি -প্রকাশ্যে দিবালোকে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল ৮ চোর।গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।ধৃতদের আজ তোলা হবে ঘাটাল আদালতে।জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জয়রামচক এলাকার নিমতলা মহাপ্রভু মন্দিরে শুক্রবার বিকেলে দোল খেলায় মেতেছিল এলাকাবাসী।আর সেই সময়ে ৬ জন মহিলা ২ পুরুষ চোর, হুগলি জেলা থেকে আসে দাসপুরের জয়রামচকে। একটি মন্দিরে চুরি করতে হোলির আবির মাখে। ভরদুপুরে আবির মেখে চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষজন। তখনই তাদের গণধোলাই দেওয়া হয়, কিল চড় ঘুষি লাথি এমনকি ড্রেনের নোংরা কাদাও তাদের মুখে মাখিয়ে দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ পৌঁছে জনরোষ থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।দাসপুর পুলিশ সূত্রে খবর,তারা সকলেই হুগলি জেলার বাসিন্দা,চুরি করাই তাদের পেশা।ধৃতদের আজ ঘাটাল আদালতে তোলা হবে।