New Update
/anm-bengali/media/post_banners/ZU6J0XoikPl5tmsUEMdl.jpg)
নিজস্ব প্রতিনিধি - ত্রিপুরার খোয়াই শহরের অফিসটিলা মাষ্টারপাড়া নামে এলাকার ঘটনা। রঙ খেলার পর তিন স্কুল ছাত্র প্রতিবেশীর পুকুরে স্নান করতে যায়।আর তখনই ঘটে বিপত্তি, তাদের মধ্যে দশম শ্রেণিতে পাঠরত ছাত্র হৃতিনাভ ভট্টাচার্য জলে তলিয়ে যায়। প্রতিবেশীরা তার বন্ধুদের চিৎকার শুনে ছুটে আসেন। এবং সেই ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us