New Update
/anm-bengali/media/post_banners/1JnJJVJpuDKTOQMO8shG.jpg)
নিজস্ব প্রতিনিধি - সিনেমা জগতের অন্দরমহলের খবর, কয়েক মাস আগেই 'সালার' ছবির শুটিং শুরু করেছিলেন প্রভাস। আর সেই ছবির সেটেই চোট পান অভিনেতা। যার জন্য অপারেশনের প্রয়োজন বলে জানান চিকিৎসকেরা। তাই তার ছবি 'রাধে শ্যাম' এর মুক্তির পরেই নিজের চিকিৎসার জন্য স্পেনে গেছেন প্রভাস। শোনা যাচ্ছে বার্সেলোনায় হবে প্রভাসের এই অপারেশন। এবং অন্দরমহলের খবর অভিনেতার এই অপারেশন একেবারেই মাইনর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us